গোলাপগঞ্জে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুন ২৯, ২০২০
০৩:৪৬ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২০
০৪:২৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আব্দুর রাজ্জাক (৬২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ জুন) রাত আটটার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।

তিনি বলেন, 'করোনা আক্রান্ত হয়ে আজ রাত আটটার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের (৬২) মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৮ জুন) রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।'আব্দুর রাজ্জাক গোলাপগঞ্জ বাজারে কাপড়ের ব্যবসা করতেন বলে আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত উপজেলায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৫৫  জন।

গোলাপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন জানান, গত ২৪ জুন আব্দুর রাজ্জাক করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেন। রবিবার রাতে তাঁর করোনা পজেটিভ আসে। এর পর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। আজ রাতে নিজ বাড়িতেই তিনি মারা যান।

এনএইচ/এফএম/এনপি-০৮