নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২০
০৪:৪৭ অপরাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২০
০৫:৩৩ অপরাহ্ন
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার (২৯ জুন) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এর আগে আজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট জেলার আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪২৫ জনে দাঁড়ালো।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা। এদের মধ্যেই চিকিৎসক, পুলিশ ও র্যাব সদস্যও আছেন।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ২৫ জন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। এছাড়া বিয়ানীবাজারের ২ জন, বালাগঞ্জের ৩ জন, বিশ্বনাথের ৩ জন, কানাইঘাটের ২ জন, ফেঞ্চুগঞ্জের ২ জন, গোয়াইনঘাটের ২ জন, কোম্পনীগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার একজন করে রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে চিকিৎসক এবং পুলিশ সদস্যও রয়েছেন।
আজ ঢাকার ল্যাবে সিলেট বিভাগের আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা কোন জেলার অধিবাসী নিশ্চিত হওয়া যায়নি। নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৫৭ জন। এর মধ্যে সুনামগঞ্জে ৯৮৫ জন, হবিগঞ্জ জেলায় ৫৯৩ জন ও মৌলভীবাজারের ৪১৯ জন রয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১ হাজার ১৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৯৩ জন, সুনামগঞ্জে ৩৯৫ জন, হবিগঞ্জে ১৯১ জন ও মৌলভীবাজারে ১৭৬ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৭৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৭ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৪ জন।
প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৫ এপ্রিল। প্রথম মৃত্যু হয় ১৫ এপ্রিল।
এনসি/এনপি-১১