জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ০৪, ২০২০
০৪:৪৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২০
০৪:৪৪ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ট্রাক চালক আব্দুল মতিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) দুপুর ২ টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আব্দুল মতিন উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল হক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আব্দুল মতিনের ছোট ভাই সাদিক আহমদ বলেন, তিনি ৫/৬ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনার এসব উপসর্গ দেখা দিলে তাকে (২৯ জুন) সোমবার জৈন্তাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার করোনার নমুনা সংগ্রহ করে ব্যবস্থা পত্র দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করেন। পরে শুক্রবার (০৩ জুলাই) তার করোনার রিপোর্ট পজেটিভ আসে। এদিন দুপুর ২টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি গ্রামে স্বাস্থ্যবিধি মেনে জানাযার নামাজ শেষে তার মরদেহ মহল্লার কবরস্থানে দাফন করা হয়।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, আজ (০৪ জুলাই) শনিবার ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত ৮৪ জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫৪ জন। মারা গেছেন ২ জন।
আরকেএস/বিএ-২০