ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ০৬, ২০২০
০২:৪৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২০
০২:৪৬ অপরাহ্ন
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও লুটন বিএনপির সভাপতি আব্দুল হাই এর ব্যক্তিগত উদ্যোগে সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের খালেরমুখ বাজার ও মাদার বাজারে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক লোকের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে নগদ অর্থ বিতরণকালে পৃথক আলোচনায় সভাপতিত্ব করেন উসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তার আহমদ বকুল ও বিএনপি নেতা ছমির উদ্দিন।
উসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতাহির আলী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জরিদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ মিসবাহ, ইউপি সদস্য আবু জাফর মো. মুজেফর, বিএনপি নেতা কামাল আহমদ, নেছাওর মিয়া, ছানা মিয়া, লাল মিয়া, সাজু মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী মিছির, ছালিক মিয়া, আনছার মিয়া, ইছাক মিয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রেদুয়ান আহমদ, ছাত্রদল নেতা শিপন খান, ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, ছাত্রদল নেতা মামুন আহমদ, আব্দুল কাইয়ুম, মাহিদুল ইসলাম, সুমন আহমদ প্রমুখ।
ইউডি/আরআর-১৫