৬ চিকিৎসকসহ সিলেটে ৫২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৬, ২০২০
০৩:৩৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২০
০৪:০৮ অপরাহ্ন



৬ চিকিৎসকসহ সিলেটে ৫২ জনের করোনা শনাক্ত

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫২ জনকে শনাক্ত করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৬১ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৬ জন চিকিৎসক এবং পুলিশ সদস্যও রয়েছেন বলে জানা গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৩৮ জন, জৈন্তাপুর উপজেলার ৪ জন, ফেঞ্চুগঞ্জের একজন, গোয়াইনঘাট উপজেলার ১ জন, দক্ষিণ সুরমার ২ জন, জকিগঞ্জ উপজেলার ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সোমবার (৬ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ২৬২ জনের শনাক্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ৮৯ জন। করোনা আক্রান্ত ২৩৬ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিলেট বিভাগে ১ হাজার ৮০২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৫৪৭ জন, সুনামগঞ্জের ৬৫৬ জন, হবিগঞ্জের ৩১৭ জন ও মৌলভীবাজার জেলার ২৮২ জন।

এনসি/এনপি-০২