শামসুদ্দিনে করোনায় একই দিনে দ্বিতীয় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৭, ২০২০
০৪:৫৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২০
০৪:৫৬ পূর্বাহ্ন



শামসুদ্দিনে করোনায় একই দিনে দ্বিতীয় মৃত্যু

সিলেট করোনা আইসোলেশস সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে এগারোটায় তিনি মারা যান।

এর আগে আজ সকাল পৌনে আটটায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন।

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি সিলেট মিররকে বলেন, ‘ আজ সকাল সাড়ে এগারোটায় হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ময়মুন নেছা নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’

 

এনএইচ/এএফ-০৩