গোলাপগঞ্জে আরও এক শিক্ষক করোনায় আক্রান্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৭, ২০২০
০৭:০১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২০
০৭:০১ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে আরও এক শিক্ষক করোনায় আক্রান্ত

সিলেটের গোলাপগঞ্জে আব্দুল হামিদ (৪৫) নামে এক শিক্ষক করোনায় আক্রান্ত  হয়েছেন । তিনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের বাসিন্দা। সোমবার ৬ জুলাই রাত সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এই ব্যক্তির নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। আজ রাতে তার রিপোর্ট পজেটিভ এসেছে।  

এনিয়ে গোলাপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮০ জন ও ৮ জন মারা গেছেন।

বিএ-০৪