বিশ্বনাথ প্রতিনিধি
জুলাই ০৭, ২০২০
০১:১৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২০
০১:১৯ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও পোনা মাছ মারার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় ১৮ ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও বেল জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নেতৃত্বে আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিশ্বনাথ বাজার ও উপজেলার আমতৈল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জাল ধ্বংস ও জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়াসহ থানার একদল পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার বিশ্বনাথ উপজেলার আমতৈল ধলিপাড়া এলাকার হাওরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও পোনা মাছ নিধনের জাল উদ্ধার করে ধ্বংস করা হয়। এছাড়া গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বিশ্বনাথ নতুন ও পুরান বাজার এবং আমতৈল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ব্যবহার না করে বাইরে ঘোরাফেরা করায় দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ১৮ জন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮ ব্যক্তিকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
এমএ/আরআর-০৯