দুই চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ৪১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৮, ২০২০
০৩:০৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২০
০৮:২২ পূর্বাহ্ন



দুই চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ৪১ জনের করোনা শনাক্ত

সিলেটে ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯২৯ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ৩৬ জন, ওসমানীনগর উপজেলার ১ জন, গোয়াইনঘাটের ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসকও রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৩৮১ জনের শনাক্ত হয়েছেন। করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ৯০ জন। করোনা আক্রান্ত ২৩৬ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিলেট বিভাগে ১ হাজার ৮৯৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
এনসি/এনপি-০৪