সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৮, ২০২০
০৩:১৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২০
০৩:১৩ পূর্বাহ্ন
সিলেট নগরের দীর্ঘদিনের বাসিন্দা ও নাগরিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় তিনি মরহুমদের রুহের মাগফেরাত ও বিদেহীদের আত্মার শান্তি কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতিও গভীর সমবেদনা জানান শোকবার্তায়।
সিলেট সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম আমজাদ হোসেনের মাতা সৈয়দা সিরাজুন নাহার, শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্স নাসিমা পারভীন, ব্যবসায়ী প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান নীলকন্ঠ রায়, সিলেট বিভাগ সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, দৈনিক সিলেটের ডাকের মুদ্রণ ব্যবস্থাপক কানুলাল দেবনাথ, সাবেক ফুটবলার জাহেদুর রহমান নাহিদের সম্প্রতি মৃত্যুবরণ করেন।
আরসি-০১