ওসমানীনগরে আরও একজনের করোনা শনাক্ত

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ০৭, ২০২০
০৫:১৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২০
০৫:১৬ অপরাহ্ন



ওসমানীনগরে আরও একজনের করোনা শনাক্ত

সিলেটের ওসমানীনগরে নতুন করে এক নারীর (৫৫) করোনা শনাক্ত হয়েছে। উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার (৭ জুলাই) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব তজেকে ওই নারীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

আক্রান্ত নারী উপজেলার উসমানপুর ইউনিয়নের ইছামতী গ্রামের বাসিন্দা। তিনি গত ৫ জুলাই নমুনা প্রদান করেছিলেন।

মঙ্গলবার নতুন আক্রান্ত ১ জন নিয়ে ওসমানীনগরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২ জন এবং মারা গেছেন ৩ জন। অন্যদিকে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৮ জন।

 

ইউডি/আরআর-১৩