নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৮, ২০২০
০৭:১০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২০
০৭:১০ পূর্বাহ্ন
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সিলেটের ১৪ জনকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি থাকা এসব রোগীদের অর্থ সহায়তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্ধ আসে এই অর্থ। সিলেট জেলা প্রশাসনের পক্ষে নেজারত ডেপুটি কালেক্টর মো. এরশাদ মিয়া অর্থ সহায়তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব সিলেট মিররকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত দরিদ্র ১৪ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। তাদের চিকিৎসার সকল খরচই দেওয়া হয়েছে। এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
তবে কত টাকা দেওয়া হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এনসি/বিএ-০২