চারজন মৃত্যুর দিনে সিলেটে সুস্থতার সংখ্যা প্রায় ২ হাজার

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৮, ২০২০
০৮:২৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২০
০৮:২৮ পূর্বাহ্ন



চারজন মৃত্যুর দিনে সিলেটে সুস্থতার সংখ্যা প্রায় ২ হাজার

সিলেটে বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৮২ জন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার।

সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৫৮ জন এবং সুনামগঞ্জের ১৫ জন রয়েছেন।

এই সময়ে মৃত্যু হয়েছে চারজনের। এদের মধ্যে তিনজন সিলেট জেলার এবং একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার (৮জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ৯২৭ জন, সুনামগঞ্জে ১ হাজার ১১৮ জন, হবিগঞ্জে ৮৩৪ জন ও মৌলভীবাজারের ৫৭৫ জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৯৪ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৪ জন, সুনামগঞ্জে আটজন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় ছয়জন রয়েছেন। 

করোনা আক্রান্ত ২৩৯ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০২ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭২ জন ও মৌলভীবাজারে ২৫ জন। 

সিলেট বিভাগে ১ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৫৯১ জন, সুনামগঞ্জের ৭৪৩ জন, হবিগঞ্জের ৩৩৫ জন ও মৌলভীবাজার জেলার ৩১৩ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৮৬ জনকে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নতুন করে সিলেট বিভাগের আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গতকাল হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কোন রিপোর্ট আসেনি। এদিকে করোনা আক্রান্ত হয়ে বিভাগে আরও চারজনের মৃত্যু হয়েছে।'

এএইচ/বিএ-০৮