ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ০৮, ২০২০
১১:৫১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২০
১১:৫১ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের উসমানপুর ইউনিয়নের থানাগাঁও এলাকাকে বাজার ঘোষণা করা হয়েছে। এখন থেকে সপ্তাহে দুইদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনা যাবে এই বাজার থেকে। প্রতি শনি ও মঙ্গলবার সাপ্তাহিক হাট ঘোষণা করে সবাইকে মাছ, তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় করার আহ্বান জানানো হয়েছে।
ইতোমধ্যে পূর্ণাঙ্গ বাজার গড়ে তোলার লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন, ওয়াশরুম স্থাপন, ড্রেনিং ব্যবস্থা উন্নীতকরণ ও গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ফিস সেড নির্মাণও প্রক্রিয়াধীন রয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় বাজার বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। কমিটির সাধারণ সম্পাদক কাজী আব্দাল ও সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জিলুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নূল আজাদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন কাজী গৌছ উদ্দিন, মুহিবুর রহমান দুদু, আব্দুল মালিক, নেছাওর আলী চৌধুরী, আব্দুল্লা মিছবাহ ও আক্তার আহমদ মিনছার। এছাড়া বক্তব্য দেন, সাবেক ইউপি সদস্য মকবুল আলী, জামাল আহমদ, কাজী আলী, কাজী মাহবুব, আব্দুল আহাদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, কাজী মিছবাহ, গোলাম মোস্তফা সিকদার, আব্দুল হাই লালন, মকদ্দুছ আলী, মকবুল আলী খাঁন, খালেদ আহমদ, মোহাম্মদ আলী তালুকদার, কাওছার আহমদ, সনর আহমদ, কাজী মাখন মিয়া, ইজহারুল ইসলাম, শিব্বির সিকদার, আক্তার আহমদ, কাজী আরশ আলী, দবির আহমদ, বাবুল মিয়া, লেবু মিয়া, গেদাব আলী, হাফিজ আব্দুল জব্বার, নবীর আলী, জলিল আহমদ, আশ্বব আলী, সাবেক ইউপি সদস্য তাহিদ আলী, সায়েফ আহমদ ও এলাকার ব্যবসায়ীরা।
ইউডি/আরআর-০৫