বাংলাদেশ রেলওয়ে পরিবার ফোরাম সিলেটের সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৮, ২০২০
১২:৫৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২০
১২:৫৮ অপরাহ্ন



বাংলাদেশ রেলওয়ে পরিবার ফোরাম সিলেটের সমাবেশ

রেলওয়ে সিলেটের প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও রেল শ্রমিকের উপর হামলাকারিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে পরিবার ফোরাম সিলেট। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে পুরাতন রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।

এসময় রেলওয়ে সিলেটের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আকবর হোসেন মজুমদার ও রেল শ্রমিক শামীমের উপর হামলাকারিদের গ্রেপ্তার এবং রেলওয়ে কলোনীকে বহিরাগত দখলদারদের হাত থেকে ও বসবাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

বাংলাদেশ রেলওয়ে পরিবার ফোরাম সিলেটের আহ্বায়ক উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (ক্যারেজ) শাহাদাৎ হোসেন আজাদের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন রেলওয়ে সিলেটের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান খান, স্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান, বাংলাদেশ রেলওয়ে পরিবার ফোরাম সিলেটের যুগ্ম আহ্বায়ক স্টেশন মাস্টার মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক আসাফ উদ দৌলা, প্রকৌশলী আশরাফুল আলম খান, প্রকৌশলী শাহ মো. সবুজ, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার সভাপতি আব্দুল মতিন ভূইয়া, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি রবিউল হক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার সম্পাদক শহিদুল হক, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সম্পাদক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার কার্যকরী সদস্য পরিতোষ ধর পাপ্পু, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি সিলেট শাখার সম্পাদক মো. আতিকুর রহমান, ইয়ার্ড মাস্টার গোলাম মোস্তফা প্রমুখ।

আরসি-০৪