সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৮, ২০২০
০১:১৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২০
০১:১৩ অপরাহ্ন
সিলেটে আবারও পাওয়া গেছে এডিস মশার লার্ভা। সিলেট সিটি করপোরেশনের চতুর্থ পর্যায়ের অভিযানে নগরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে পাওয়া যায় এই লার্ভা। নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখলা এলাকার সেনেটারি দোকানে পাওয়া যায় এই লার্ভা। এসময় ‘ফগার মেশিন’ দিয়ে ওষুধ ছিটিয়ে এডিসের লার্ভা ধ্বংস করা হয়।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। এসময় সংশ্লিষ্ট দোকান মালিকদের আবারও সচেতন হবার পরামর্শও দেয়া হয়। খোলা স্থান থেকে প্লাস্টিক বা সিরামিকের পন্য সামগ্রী সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়।
আজ বুধবার (৮ জুলাই) সিলেট সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ক্বীট তত্ত্ববীদের সহায়তায় সিসিকের স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নগরের ২, ১৭ ও ২৬ নম্বর ওয়ার্ডে বিশেষ এই অভিযানে সম্ভাব্য এডিস মশার উৎসস্থল সমূহ পরিদর্শন করা হয়। ২ নম্বর ও ১৭ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি নির্মানাধিন ভবন, ভবনের ছাদ, ছাদ বাগান পরিদর্শন করা হয়। তবে কোথাও লার্ভার সন্ধান মেলেনি। তবে, অপরিচ্ছন্ন ও ঝোপ-ঝাড়ে মশক নিধনে ফগার মেশিন দ্বারা ঔষধ দেওয়া হয়।