গোলাপগঞ্জে বেসরকারি শিক্ষকদের অনুদান প্রদান

গোলাপগঞ্জে প্রতিনিধি


জুলাই ০৮, ২০২০
০২:১৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২০
০২:২৩ অপরাহ্ন



গোলাপগঞ্জে বেসরকারি শিক্ষকদের অনুদান প্রদান

সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বেসরকারি শিক্ষকদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৮ জুলাই) বেলা ২টায় দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি সাবেক ছাত্রনেতা এনামুল হক রুহেলের সভাপতিত্বে ও  ট্রাস্টের সাধারণ সম্পাদক লেখক কলামিস্ট হোসেন আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, 'শিক্ষকরা জাতি বিনির্মাণে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখেন। তাই শিক্ষকদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত।'

জাতি বিনির্মাণে শিক্ষকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বেসরকারি কিন্ডারগার্টেন ও মাদরাসার শিক্ষকদের আর্থিক অনুদান দেওয়াকে এই করোনাকালীন সময়ে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, 'করোনাকালীন সময়ে গৃহবন্দি শিক্ষকদের এ ধরণের আর্থিক অনুদান দেওয়া একটি ভালো উদ্যোগ। এতে করে শিক্ষকরা আরও বেশি উৎসাহিত হবেন।'

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ‍্যক্ষ  রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ‍্যক্ষ ইসমাইল খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল্লা আল মামুন, গোলাপগঞ্জের সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, রণকেলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, সাবেক ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ ও সাবেক ছাত্রনেতা খায়রুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল কান্তি দাস, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, যুগ্ম-সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন, সমাজসেবক ও রাজনৈতিক ব‍্যক্তিত্ব জাকারিয়া হোসেন উজ্জ্বল, আব্দুল আজাদ, আব্দুল কুদ্দুস, রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সুলতান আহমদ, রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের ট্রেজারার শ্যামল আহমদ ও সাংবাদিক ফারহান মাসউদ।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে অর্থ সংকটে থাকা ঢাকাদক্ষিণ ইউনিয়নের বেসরকারি ৯টি কিন্ডারগার্টেন ও ৪টি মাদরাসার সর্বমোট ৭০ জন শিক্ষক-শিক্ষিকার মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।

 

এফএম/আরআর-১০