গোলাপগঞ্জে ২ জনের করোনা শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৮, ২০২০
০৬:১৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২০
০৬:৩০ অপরাহ্ন



গোলাপগঞ্জে ২ জনের করোনা শনাক্ত

গোলাপগঞ্জে নতুন করে আরও ২ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার (৮  জুলাই) রাত ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। 

স্বাস্থ্য বিভাগ জানায় এই ২ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। 

নতুন আক্রান্ত ২ জন হলেন, উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নওয়াই দক্ষিণ ভাগ গ্রামের একজন এবং লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের একজন।

এ নিয়ে গোলাপগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৬০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন এবং মারা গেছেন ৮ জন।

এফএম/বিএ-০২