কিডনি ফাউন্ডেশনে শিল্পপতি সাকেরের ৬ লাখ টাকা অনুদান

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১০, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন



কিডনি ফাউন্ডেশনে শিল্পপতি সাকেরের ৬ লাখ টাকা অনুদান

সিলেট কিডনি ফাউন্ডেশনে ৬ লাখ টাকা অনুদান দিয়েছেন শিল্পপতি আতাউল্লাহ সাকের। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নগরের উপশহরস্থ কিডনি ফাউন্ডেশনের কার্যালয়ে তিনি এই অনুদান হস্তান্তর করেন।

এ সময় শিল্পপতি আতাউল্লাহ সাকের ও সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে কিডনি ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য পদ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন কিডনি ফাউন্ডেশনের ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী।

জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ‘আতাউল্লাহ সাকের তিন লাখ টাকা অনুদান দিতে বৃহস্পতিবার দুপুরে কিডনি ফাউন্ডেশনে আসেন। এসময় কিডনি ফাউন্ডেশনের কার্যক্রম দেখে অভিভূত হয়ে তিন লাখের পরিবর্তে ছয় লাখ টাকা অনুদান প্রদান করেন।’

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কিডনি ফাউন্ডেশনের ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, সমন্বয়ক ফরিদা নাসরিন, উবায়েদ বিন বাছিত সুমন, মুহিবুর রহমান রাসেল, মো. আতিকুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, শিল্পপতি আতাউল্লাহ সাকের সিলেট অন্ধ কল্যাণ সমিতি, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট লায়ন্স শিশু হাসপাতাল ও সিলেট ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য।

এনপি-০১