সাংসদের উদ্যোগে বালাগঞ্জে জলাবদ্ধতা নিরসন

বালাগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৯, ২০২০
০৩:১২ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৯, ২০২০
০৩:১২ অপরাহ্ন



সাংসদের উদ্যোগে বালাগঞ্জে জলাবদ্ধতা নিরসন

বছরের অধিকাংশ সময় এমন জলাবদ্ধতা লেগে থাকত বালাগঞ্জ ডিএন উচ্চবিদ্যালয়ের মাঠসহ ৪টি প্রতিষ্ঠানে।

বৃষ্টিপাতে স্বাভাবিক কাদা-জল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতা লেগে থাকত সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ডিএন উচ্চবিদ্যালয়ের মাঠসহ ৪টি প্রতিষ্ঠানে। 

অবশেষে এই জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। ফলে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেল বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চবিদ্যালয়, বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাগঞ্জ খাদ্যগুদাম, উপজেলা রিসোর্স সেন্টার, ডিএন মাঠসহ এলাকাবাসী। 

এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন বলেন, 'দীর্ঘ কয়েকবছর থেকে আমরা এ জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছিলাম। এমপি সাহেব উদ্যোগ নেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।'

 

এসএ/আরআর-১৩