গোলাপগঞ্জ প্রতিনিধি
জুলাই ১০, ২০২০
০৬:২২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১০, ২০২০
০৬:২২ পূর্বাহ্ন
গোলাপগঞ্জে নতুন করে আরও ৩ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায় এই ৩ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন আক্রান্ত ৩ জন হলেন, উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের একই পরিবারের দুইজন ও অপরজন ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের।
এনিয়ে গোলাপগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৬৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন এবং মারা গেছেন করেছেন ৮জন।
এফএম/বিএ-০৫