নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২০
০৬:০৪ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২০
০৬:২৫ পূর্বাহ্ন
সিলেট করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রহিম নামের একজনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি সিলেট মিররকে বলেন, 'গত বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত বারোটায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রহিম নামের একজনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি সিলেট নগরের আখালিয়া বিজিবি সদর দপ্তর এলাকায়। তিনি গত ২৫ জুন হাসপাতালে ভর্তি হন।'
তিনি আরও বলেন, ' বর্তমানে হাসপাতালে ৯৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে করোনা পজিটিভ ৮৯ জন বাকি ৬ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এছাড়া শুক্রবার হাসপাতাল থেকে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।'
এনএইচ/বিএ-০১