দক্ষিণ সুরমায় পরিবহন শ্রমিক নেতা রিপন খুন

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১০, ২০২০
০৬:৩৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২০
০৬:৫৭ অপরাহ্ন



দক্ষিণ সুরমায় পরিবহন শ্রমিক নেতা রিপন খুন

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সিলেটের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০)। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার বাবনার পয়েন্টে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল। 

তিনি সিলেট মিররকে বলেন, 'শুক্রবার রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার বাবনার পয়েন্ট ছুরিকাঘাত করে ইকবাল হোসেন রিপনকে হত্যা করা হয়েছে।’

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ পরিবহণ শ্রমিকরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

এনএইচ/বিএ-০৪