নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২০
০৭:৫৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২০
০৭:৫৭ পূর্বাহ্ন
বিয়ানীবাজারে করোনায় আক্রান্ত হয়ে আনোয়ারা বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) বেলা ১টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। মৃতের বাড়ি বিয়ানীবাজারের পশ্চিম ঘুংগাদিয়া গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবু ইসহাক আজাদ।
তিনি সিলেট মিররকে বলেন, 'আজ বেলা ১ টায় করোনা আক্রান্ত হয়ে আনোয়ারা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি গত ২০ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। ২৭ জুন তার পজেটিভ রিপোর্ট আসে।'
তিনি আরও বলেন, 'মৃতের জানাজা ও দাফনকার্য স্বাস্ত্যবিধি মেনে করা হবে।'
এনএইচ/বিএ-১৮