নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২০
০৮:৫৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২০
০৮:৫৩ অপরাহ্ন
সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০)কে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী। এদিকে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
তিনি বলেন, 'এ ব্যাপারে থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নোমান ও সাদ্দাম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।'
শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে দিয়েছে বলেও জানান তিনি।
এর আগে গতকাল শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাবনা পয়েন্টে দুর্বৃত্তদের হামলার শিকার হন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন ও তার সাথে থাকা শ্রমিক নেতা বাবলা আহমদ তালুকদার। পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইকবাল হোসেন রিপনের মৃত্যু হয়।
এনএইচ/বিএ-২২