বিশ্বনাথ প্রতিনিধি
জুলাই ১১, ২০২০
০৯:০৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২০
০৯:০৫ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারের কাটলীপাড়াস্থ শ্রীশ্রী বৃন্দাবন জিউর আখড়া পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে আখড়া প্রাঙ্গনে শ্রীমদ্ভগবদগীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। নব-গঠিত কমিটির সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান ধর্মশাস্ত্রবিদ শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোষ্ণামী।
আখড়া কমিটির সভাপতি অরবিন্দু দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবিনয় মালাকারের পরিচালনায় অভিষেক অনুষ্টানে বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি ডা. পরেশ চন্দ্র দাশ, কোষাধ্যক্ষ প্রদীপ সূত্রধর, সংগঠক মাস্টার শৈলেস চন্দ্র দাশ ভৈরব, পার্থ সারথি দাশ পাপ্পু, বাদল চন্দ, অজিত দাশ, মদন মালাকার, বিজয় চন্দ প্রমুখ।
নব-গঠিত শ্রীশ্রী বৃন্দাবন জিউর আখড়া পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি অরবিন্দু দাশ, সহসভাপতি ডা. পরেশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সুবিনয় মালাকার, যুগ্ম সম্পাদক মদন মালাকার, কোষাধ্যক্ষ প্রদীপ সূত্রধর, সদস্য যতীন্দ্র মালাকার, শীতেস মালাকার, কটু মালাকার, রাজিব বৈদ্য।
এসময় সুনীল মালাকার, খীতিশ চন্দ্র দাশ, সিতেশ দাশ, অধির দাশ, স্বপন দাশ, সুরঞ্জিত দাশ, পিংকু দাশ, অনিল মালাকার, সবুজ মালাকার, বিশ্বজিৎ মালাকার, স্বদেব মালাকার প্রমুখসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএএস/বিএ-২৩