ওসমানীনগরে একমাসেও চালু হয়নি নমুনা সংগ্রহ কেন্দ্র

উজ্জ্বল ধর, ওসমানীনগর


জুলাই ১১, ২০২০
১২:০৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ১১, ২০২০
১২:০৩ অপরাহ্ন



ওসমানীনগরে একমাসেও চালু হয়নি নমুনা সংগ্রহ কেন্দ্র

সিলেটের ওসমানীনগর উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিয়ে চরম অবহেলা শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। ভবন সংস্কারের নামে গত একমাস ধরে বন্ধ রয়েছে উপজেলার একমাত্র নমুনা সংগ্রহ কেন্দ্র। এদিকে ইতোমধ্যে উপজেলায় ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৩ জন।

জানা গেছে, গত ১৯ এপ্রিল থেকে ওসমানীনগরে উপজেলা পর্যায়ে নমুনা সংগ্রহ শুরু হলে ১০ জুন পর্যন্ত ৫২ দিনে মাত্র ২২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরপর থেকে ভবন সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ রয়েছে উপজেলার একমাত্র নমুনা সংগ্রহ কেন্দ্র তাজপুরের কদমতলাস্থ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র।

বন্ধ হওয়ার পর ২০ দিন, অর্থাৎ ৩০ জুন পর্যন্ত নমুনা সংগ্রহ বন্ধ থাকবে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস সূত্রে জানানো হয়েছিল। কিন্তু একমাসেও নমুনা সংগ্রহ কেন্দ্র পুনরায় চালু হয়নি। করোনার এই দুর্যোগকালীন সময়ে বিকল্প উপায়ে নমুনা সংগ্রহের ব্যবস্থা না করে নমুনা সংগ্রহের কেন্দ্র বন্ধ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এদিকে উপজেলার সর্বত্র জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। ফলে জনমনে আতঙ্ক বেড়েই চলেছে।

ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া বলেন, 'করোনার সংকটকালে স্বাস্থ্যকেন্দ্রের সংস্কারটা জরুরি ছিল না। এর মধ্যে এলাকার অনেক গ্রামে জ্বর-সর্দির প্রকোপ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কারো মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে তাকে বালাগঞ্জ অথবা সিলেটে গিয়ে নমুনা প্রদান করতে হচ্ছে। এতে অনেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ওসমানীনগরে দ্রুততার সঙ্গে করোনার নমুনা সংগ্রহ কেন্দ্র পুনরায় চালু করা প্রয়োজন।'

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে দরজা-জানালা মেরামত, টাইলস ফিটিং, রাস্তা সংস্কার, বুথ স্থাপন ও রঙের কাজ করানো হচ্ছে। ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও সংস্কার কাজ চলছে।

বালাগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ওসমানীনগরে অতিরিক্ত দায়িত্ব) ডা. এস এম শাহরিয়ার বলেন, 'সংস্কার কাজের জন্য তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে গত ১০ জুন থেকে করোনার নমুনা সংগ্রহ করা বন্ধ রয়েছে। ৩০ জুনের মধ্যে সংস্কার শেষ না হওয়ায় পুনরায় নমুনা সংগ্রহ শুরু হয়নি। ওসমানীনগরের বাসিন্দাদের অনেকেই সরকার নির্ধারিত ফি দিয়ে বালাগঞ্জ হাসপাতালে নমুনা প্রদান করছেন।'

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, 'ভবন সংস্কারের জন্য তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে করোনার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। বিকল্প উপায়ে নমুনা সংগ্রহের চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভবন পাওয়া যায়নি। সংস্কার দ্রুত শেষ করার জন্য নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে। আশা করছি আগামী ১৫ জুলাইয়ের আগেই কাজ শেষ করে কেন্দ্র পুনরায় চালু করা হবে।'

 

ইউডি/আরআর-০৪