ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১১, ২০২০
০২:৩৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ১১, ২০২০
০২:৪৯ অপরাহ্ন



ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সিলেট মহানগর ছাত্রদল নেতা দেলওয়ার হোসেন সুমনের পিতা আবুল কালাম কিনু মিয়ার (৬২) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সুমনের পিতা সমাজসেবী আবুল কালাম কিনু মিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মরহুম আবুল কালাম কিনু মিয়া সব সময় মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রেখেছেন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

এছাড়া তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। এক যৌথ শোক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম কিনু মিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর জান্নাত কামনা করেন। মরহুমের পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি কামনা করেন।

আরসি-০৫