করোনা উপেক্ষা করেও ওরস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১২, ২০২০
০৪:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২০
০৪:৪২ পূর্বাহ্ন



করোনা উপেক্ষা করেও ওরস অনুষ্ঠিত

প্রতিকূল আবহাওয়া ও করোনা উপেক্ষা করেও সিলেটে ওরস অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে এবারের ওরস পালন করা হয় সংক্ষিপ্ত পরিসরে। করনো সংক্রমণের ঝুঁকি এড়াতে ভক্তদের ছাড়াই হযরত শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ ওরসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আজ শনিবার (১১ জুলাই) হযরত শাহজালাল (রহ.) মাজারে ওরস সম্পন্ন হয়। বাদ এশা আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয় সীমীত পরিসরের পবিত্র ওরস মোবারক। 

ঘরে বসে ইবাদাত করার জন্য মাজার কর্তৃপক্ষ সবাইকে আহ্বান জানিয়েছিলেন। মহানগর পুলিশও সবাইকে মাজার প্রাঙ্গণের আশপাশে না যাওয়ার অনুরোধ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভক্তদের থামানো যায়নি। সিলেটের বাইরে থেকেও অনেকে এসেছিলেন। 

ভক্তদের অনেককে এসময় মাজার প্রাঙ্গণেও প্রবেশ করতে দেখা গেছে। এছাড়া অনেক নারী ভক্তকেও মাজারের ভেতরে ঘুরাঘুরি করতে দেখা গেছে।

এই বিষয়ে মাজারের খাদেম শামুন মাহমুদ খান সিলেট মিররকে বলেন, মাজারে মানুষের প্রবেশ কোনোভাবে বন্ধ করা সম্ভব নয়। অনেকেই মাজারে এসেছিলেন প্রতিদিনের মতো। তবে যারা ওরস উপলক্ষ্যে এসেছিলেন তারা সিলেটের স্থানীয় ভক্তবৃন্দ। বাইরে থেকে মানুষজন আসেননি। ওরসে সাধারণত লাখের মতো ভক্তবৃন্দের সমাগম ঘটে। তবে করোনার কারণে এবার সেটা হয়নি।

আরসি-০৮