সিলেট ও সুনামগঞ্জে আরও ৪৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১১, ২০২০
০৯:২৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ১১, ২০২০
০৯:২৭ অপরাহ্ন



সিলেট ও সুনামগঞ্জে আরও ৪৪ জনের করোনা শনাক্ত

সিলেট ও সুনামগঞ্জ জেলায় শনিবার (১১ জুলাই) আরও ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, আইনশৃংঙ্খলাবাহিনীর সদস্যসহ সাধারণ মানুষ রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩২ জন এবং সুনামগঞ্জ জেলায় ১২ জন রয়েছেন।

শনিবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। ওসমানী হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে দুইজন চিকিৎসক ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যসহ ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

জানা গেছে আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলায় ২৮ জন, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার ও বিশ্বনাথ উপজেলায় একজন করে রয়েছেন। এছাড়া সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন একজনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৪২ জন। রাতে ৩২ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৩০৭৪ জন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। সুনামগঞ্জে নতুন ১২ জন নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭৪ জনে দাঁড়াল। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৮১ জন।

শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত ছিল ৫ হাজার ৭৫৪ জন। রাতে ৪৪ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৫ হাজার ৭৯৮ জন। শনিবার সকাল পর্যন্ত বিভাগে মারা গেছেন ৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৬ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭ জন রয়েছেন। 

শনিবার পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ২ হাজার ১৩৮ জন রোগী আর হাসপাতালে ভর্তি আছেন ২৪৫ জন।

বিএ-০১