সিলেটে চার চিকিৎসকসহ ৩৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১২, ২০২০
০৩:১২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২০
০৫:৩৫ অপরাহ্ন



সিলেটে চার চিকিৎসকসহ ৩৪ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ রবিবার (১২ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১২৯ জনে। 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২৭ জন,  দক্ষিণ সুরমার ১ জন, বিশ্বনাথের ১ জন, ফেঞ্চুগঞ্জের ১ জন, গোয়াইনঘাটের ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন রয়েছেন। এর মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন বলেও জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৭৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ নতুন করে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে আরও ৭৮ জনের করোনা শনাক্ত হওয়ায় বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮৭৪ জনে। করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১০১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১১০ জন। ২৪৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এনপি-০৫