চৌহাট্টা থেকে জিন্দাবাজার সড়কে যানচলাচল সাময়িকভাবে বন্ধ

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৩, ২০২০
০৪:৩৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২০
০৪:৩৩ অপরাহ্ন



চৌহাট্টা থেকে জিন্দাবাজার সড়কে যানচলাচল সাময়িকভাবে বন্ধ
চলছে বৈদ্যুতিক খুঁটি ও তার অপসারণের কাজ

রাস্তার দু’ধারের বৈদ্যুতিক খুঁটি ও তার অপসারণ, মধ্যখানের খুঁটিতে বৈদ্যুতিক কাজ ও ডিভাইডার নির্মাণের জন্য সিলেট নগরের জিন্দাবাজার থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত সব ধরনের যান চলাচল সাময়ীকভাবে বন্ধ রাখা হয়েছে। 

এ কাজ আগামী ৩-৪ দিনে শেষ হয়ে যাবে বলছে সিসিক কর্তৃপক্ষ। তবে এ ৩-৪ দিন রাস্তাটি টানা বন্ধ থাকবে না। যখন কাজ চলবে না তখন রাস্তা খুলে দেওয়া হবে। 

সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রোকৌশলী রুহুল আলম বিষয়টি নিশ্চিত করে সিলেট মিররকে বলেন, 'জিন্দাবাজার থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত রাস্তার দু’ধারের বৈদ্যুতিক খুঁটি অপসারণ, মধ্যখানের খুঁটিতে বৈদ্যুতিক কাজ ও ডিভাইডার নির্মাণের জন্য সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জনসাধারণের নিরাপত্তার জন্যই যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে সারাদিন এটি বন্ধ থাকবে না। যখন কাজ চলবে না তখন এটি আবার খুলে দেওয়া হবে। আবার কাল কাজ শুরু হলে রাস্তা বন্ধ করে দেওয়া হবে। এভাবে ৩-৪ দিনে কাজ শেষ হয়ে যাবে আশা করছি।'

এনএইচ/বিএ-১৩