করোনায় ফেঞ্চুগঞ্জে ৪ দিনে ৩ জনের মৃত্যু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৩, ২০২০
১০:১৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২০
১০:১৯ পূর্বাহ্ন



করোনায় ফেঞ্চুগঞ্জে ৪ দিনে ৩ জনের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জে করোনায় মারা গেছেন আরও এক নারী। গতকাল রবিবার (১২ জুলাই) রাতে তিনি মারা যান।

এ উপজেলায় মোট আক্রান্ত ৬৩ জন হলেও গত ৪ দিনে মারা গেছেন ৩ জন। ছোট্ট এ উপজেলায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান জানান, গত ৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় প্রথম মারা যান ফেঞ্চুগঞ্জ সারকারখানা এলাকার সাইদুল ইসলাম। পরের দিন ১০ জুলাই মারা যান কটালপুর এলাকার আহমেদ আলী। সর্বশেষ গতকাল রবিবার মারা যান কচুয়া বহরের রোকেয়া বেগম।

উপজেলায় ৪ দিনে ৩ জনের মৃত্যু আতঙ্কিত করে তুলেছে উপজেলাবাসীকে। আর এত সংক্রমণের পরও উপজেলাজুড়ে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা তেমন চোখে পড়েনি।

 

এসএ/আরআর-০১