গোয়াইনঘাট প্রতিনিধি
জুলাই ১৩, ২০২০
১১:০০ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২০
১১:০০ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে খালার বাড়ি যাওয়ার পথে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম নাদিয়া আক্তার মাহি (৭)। সে উপজেলার পূর্ব জাফলংয়ের নলজুরি গ্রামের দক্ষিণ বস্তি এলাকার আব্দুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১২ জুলাই) বিকেলে নিজেদের বাড়ি নলজুরি এলাকা থেকে খালার বাড়ি কালিনগর গ্রামে যাওয়ার জন্য মাহি ও তার ভাই তাদের নানি এবং খালার সঙ্গে রওয়ানা দেয়। পথিমধ্যে তারা কানাইজুরি নামক স্থানে এসে একটি খাল পার হতে গেলে হঠাৎ করেই তাদের খালা পা পিছলে পড়ে যান। এ সময় খালার হাত ধরে থাকা মাহিও ছিটকে পড়ে যায়। সেখানে প্রবল স্রোত থাকায় মুহূর্তেই স্রোতের টানে তলিয়ে গিয়ে মাহি নিখোঁজ হয়।
নিখোঁজের পর থেকে এলাকার লোকজন মাহির সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করে রাত ৯টার দিকে স্থানীয় বামন হাওর থেকে মাহির লাশ উদ্ধার করেন এলাকাবাসী।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
এমএম/আরআর-০৩