বালাগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৪, ২০২০
০১:১২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৪, ২০২০
০১:১২ পূর্বাহ্ন
ওয়াহিদ আলী
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের আরজু মিয়ার পুত্র কুনু মিয়া (৩৮) হত্যাকাণ্ডের ১৯ দিন পর হত্যাকারী ও মামলার প্রধান আসামি একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে ওয়াহিদ আলীকে গ্রেপ্তার করেছে বালাগঞ্জ থানার পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালাগঞ্জ থানার এসআই সুকোমল ভট্টাচার্য বলেন, আজ সোমবার (১৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে সিলেট শহর থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন বিকেলে পূর্বশত্রুতার জেরে ওয়াহিদ আলী দেশীয় অস্ত্র দিয়ে কুনু মিয়ার মাথায় আঘাত করেন। পরদিন ২৫ জুন ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুনু মারা যান। এ ঘটনায় ২৬ জুন কুনু মিয়ার বোন বাদী হয়ে বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আব্দুল ওয়াহিদসহ তিনজনকে অভিযুক্ত করা হয়।
এসএ/আরআর-১০