বিশ্বনাথে ব্লিচিং পাউডার, সাবান ও মাস্ক বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি


জুলাই ১৪, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন



বিশ্বনাথে ব্লিচিং পাউডার, সাবান ও মাস্ক বিতরণ

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ থেকে এলজিএসপি বরাদ্দকৃত করোনা পরিস্থিতি মোকাবেলায় জনস্বাস্থ্য, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্যাকেজের আওতায় ইউনিয়নের ১৫০টি পরিবারের মধ্যে ব্লিচিং পাউডার, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যানের তত্ত্বাবধানে প্রত্যেক পরিবারকে ১ কেজি ব্লিচিং পাউডার, ২টি সাবান ও ৪টি করে মাস্ক দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সচিব সুকান্ত দেবনাথ, ইউপি সদস্য আবদুল মজিদ, ওয়াহাব আলী, গোলাম হোসেন, ইরন মিয়া, নূর উদ্দিন, আমির আলী, শাহীন আহমদ তালুকদার, আনোয়ার হোসেন, সদস্যা শাহানারা বেগম, রেসনা বেগম ও সমতা বেগম।

 

এমএ/আরআর-১১