সিলেটে আক্রান্ত ছয় হাজার ছুঁই ছুঁই, আরও ৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৪, ২০২০
০২:৩২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২০
০২:৩২ অপরাহ্ন



সিলেটে আক্রান্ত ছয় হাজার ছুঁই ছুঁই, আরও ৪ মৃত্যু

সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ছুঁই ছুঁই। সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১০০ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৫০ জন, সুনামগঞ্জের ১৮ জন, হবিগঞ্জের ১১ জন এবং মৌলভীবাজার জেলার ২১ জন। 

এই সময়ে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন সিলেট জেলার এবং সুনামগঞ্জ জেলার দুইজন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৯০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ১৭৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৯২ জন, হবিগঞ্জে ৯২২ জন ও মৌলভীবাজারের ৭০১ জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১০৭ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮২ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় আটজন রয়েছেন। 

সিলেট বিভাগে ২ হাজার ৪২৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭২০ জন, সুনামগঞ্জের ৮৮৬ জন, হবিগঞ্জের ৪৩০ জন ও মৌলভীবাজার জেলার ৩৮৭ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ১০৪ জনকে।

করোনা আক্রান্ত ১৮৯ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৯ জন ও মৌলভীবাজারে ২৭ জন। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় ঢাকার ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে বিভাগে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।'

এনএইচ/বিএ-০৮