সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৪, ২০২০
১০:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৪, ২০২০
১০:৩৫ পূর্বাহ্ন
সিলেটের প্রবাসীরা বিদেশ ফিরে যেতে সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার প্রতিবেদন পাবেন বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়। তাই দেশে আসা প্রবাসীদের স্বল্প সময়ে সঠিক প্রতিবেদন গ্রহণের আহ্বান জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানিয়েছেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. সুয়েব। স্বল্প সময়ে প্রবাসীদের করোনা প্রতিবেদন প্রদানে সম্মতি জানানোয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়কে চেম্বারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, প্রবাসীদের জন্য ওসমানী হাসপাতালে আলাদা নমুনা সেল গঠনের অনুরোধ জানানো হয়েছিল। যাতে করে প্রবাসীদের দ্রুত সময়ে নমুনা পরীক্ষা করে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন প্রদান করা যায়। এই অনুরোধে সম্মতি জানিয়েছেন ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য ওসমানী হাসপাতালে (০১৭১১-৩০০৮৭১, ০১৭১১৩৯৯৩৩০) নাম্বারে যোগাযোগ করলে প্রবাসীরা পাবেন তাদের কাক্সিক্ষত সেবা।
আরসি-০৫