গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক

গোয়াইনঘাট প্রতিনিধি


জুলাই ১৪, ২০২০
০৯:১২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২০
০৯:১২ অপরাহ্ন



গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক

করোনাভাইরাসের প্রভাবে সারাদেশের মতো সিলেটেও কর্মহীন হয়ে পড়েছেন হাজারও মানুষ। এরর মাঝেই আবার দফায় দফায় হানা দিয়েছে বন্যা। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ১৫ দিনের ব্যবধানে তৃতীয় দফা বন্যায় গত কয়েকদিনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চলগুলোর সর্বত্র প্লাবিত হয়ে পড়ে। পানিবন্দি হয়ে পড়ে কয়েক হাজার পরিবার। এতে প্রায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হন।

পানিবন্দি এসব অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করেছেন।

এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে এলে বন্যার্ত মানুষগুলো পানিবন্দি অবস্থায় অন্তত কিছু সহায়তা পেয়ে পরিবার-পরিজন নিয়ে বন্যাকালীন সময়টা উত্তরণ করতে পারবে। তাই সরকারের পাশাপাশি বন্যাদুর্গত এলাকার মানুষদের খোঁজ-খবর নিয়ে তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন, গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব, সহকারী কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর, থানার ওসি মো. আব্দুল আহাদ, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক শফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, তৃতীয় দফা বন্যায় গোয়াইনঘাটের নদ-নদীগুলোতে বিপৎসীমার উপর দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হওয়ার ফলে উপজেলার প্রধান প্রধান সড়কসহ গ্রামীণ জনপদের অনেক জায়গা ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

এমএম/আরআর-০৮