একমাস ধরে নিখোঁজ ওসমানীনগরের যুবক

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ১৫, ২০২০
০২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২০
০২:৪৫ পূর্বাহ্ন



একমাস ধরে নিখোঁজ ওসমানীনগরের যুবক

মোহাম্মদ জুনেদ আহমদ

গত একমাস ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের ওসমানীনগরের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আহমদ (৩৭) নামের এক যুবক। তিনি তাজপুর ইউনিয়নের সুরতপুর গ্রামের মাওলানা আব্দুন নুর ও মোছাম্মৎ বিলকিছ আক্তারের বড় ছেলে।

জানা যায়, গত ১৩ জুন আনুমানিক বিকেল ৪টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি জুনেদ। তিনি বিগত কয়েকবছর ধরে মানসিকভাবে অসুস্থ। নিখোঁজের পর আত্মীয়দের বাড়িসহ পরিচিত সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (ডায়েরি নং-১২৯১, তারিখ ২৮/০৬/২০২০)।

কেউ তার সন্ধান পেলে ০১৭১৮৪৭৬১৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জুনেদের বাবা মাওলানা আব্দুন নুর।

 

ইউডি/আরআর-১৪