গোলাপগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৫, ২০২০
০৬:১৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৫, ২০২০
০৬:১৭ পূর্বাহ্ন
গোলাপগঞ্জে নতুন করে আরও ২ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায় এই ২ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন আক্রান্ত ২ জন হলেন, উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা কনক কান্তি শর্মা (৬৭)। তিনি বর্তমানে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আক্রান্ত ব্যক্তি পৌর এলাকার ঘোষগাও মা ভিলার বাসিন্দা এহসানুল করিম (৩৪)। তিনি একটি ঔষধ কোম্পানীতে কর্মরত রয়েছেন। ১৩ জুলাই নমুনা জমা দিলে মঙ্গলবার তার রিপোর্ট পজেটিভ আসে।
এদিকে মঙ্গলবার উপজেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭জন। এনিয়ে গোলাপগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৭০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯৮ জন এবং মারা গেছেন ৮ জন।
এফএম/বিএ-১১