নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২০
০৬:৩৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৫, ২০২০
০৬:৩৭ অপরাহ্ন
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১৬৬ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৪৩ জন, সুনামগঞ্জের ১৪ জন, হবিগঞ্জের ৬৫ জন এবং মৌলভীবাজার জেলার ৪৪ জন। তবে এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ২১৮ জন, সুনামগঞ্জে ১ হাজার ২০৬ জন, হবিগঞ্জে ৯৮৭ জন ও মৌলভীবাজারের ৭৪৫ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১০৭ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮২ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় আটজন রয়েছেন।
সিলেট বিভাগে ২ হাজার ৪৫৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭২৬ জন, সুনামগঞ্জের ৮৯৮ জন, হবিগঞ্জের ৪৪০ জন ও মৌলভীবাজার জেলার ৩৯৩ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৩৪ জনকে।
করোনা আক্রান্ত ১৯৩ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৫ জন ও মৌলভীবাজারে ২৪ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।'
এনএইচ/বিএ-১৩