শ্রমিক নেতা রিপন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৫, ২০২০
০৮:৪০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২০
০৮:৪২ অপরাহ্ন



শ্রমিক নেতা রিপন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি

ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে (৪০) হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মো. তারেক আহমদ।

আজ বুধবার (১৫ জুলাই) সিলেট মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন গ্রেপ্তারকৃত মো. তারেক আহমদ।

এর আগে গতকাল মঙ্গলবার (১৫ ‍জুলাই) সন্ধ্যায় দক্ষিণ সুরমার বরইকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তারেক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আফজল মিয়ার ছেলে। তিনি বরইকান্দিতে বসবাস করেন।

আদালতে স্বীকারোক্তি প্রদানের বিয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন। তিনি সিলেট মিররকে বলেন,‘আদালতে তারেক জানিয়েছেন, শ্রমিক নেতা রিপনের হত্যাকারীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি ঘটনাস্থলে পৌঁছান। পরে শ্রমিক নেতা রিপনকে যখন কোপানো শুরু হয় তখন তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এসময় তার সঙ্গে কারা ছিলেন তাদের নামও বলেছেন তিনি।’

ওসি তিনি আরও বলেন,‘এই হত্যা মামলায় তারেকসহ আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা জেলহাজতে আছেন। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত এর আগে গত ১০ জুলাই রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।

 

এনএইচ/এএফ-০১