এবার বদলি হলেন ওসমানীনগরের ওসি (তদন্ত)

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ১৬, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন



এবার বদলি হলেন ওসমানীনগরের ওসি (তদন্ত)

ওসি (তদন্ত) এস এম মাঈন উদ্দিন

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বদলির একদিন পর এবার বদলি হলেন থানার ওসি (তদন্ত) এস এম মাঈন উদ্দিন।

পুলিশ বিভাগের সাধারণ বদলি প্রক্রিয়ায় মঙ্গলবার (১৪ জুলাই) তাকে সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়েছে বলে সিলেট জেলা পুলিশের দ্বায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এস এম মাঈন উদ্দিন ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ওসমানীনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিসেবে যোগদান করে প্রায় আড়াই বছর কর্মরত ছিলেন। 

এর পূর্বে গত সোমবার (১৩ জুলাই) বিভিন্ন ঘটনায় সমালোচিত থানার ওসি রাশেদ মোবারককে ঢাকা পুলিশের এসবি শাখায় বদলি করা হয়। তবে ওসমানীনগর থানায় নতুন করে কাউকে ওসি ও ওসি (তদন্ত) পদের দায়িত্ব এখনও দেওয়া হয়নি বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

 

ইউডি/আরআর-০৯