লামাবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ১

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৫, ২০২০
০৫:২০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২০
০৫:২০ অপরাহ্ন



লামাবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ১

সিলেট নগরের লামাবাজার এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুর রহিম নামের একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি সিলেট মিররকে বলেন, 'বুধবার সন্ধ্যা সাতটার দিকে লামাবাজার মসজিদের বিপরীত পাশে আব্দুর রহিম নামের একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রহিম লামাবাজার এলাকায় কয়েক যুবকের উপর হামলা করতে আসেন। পরে তাদের হামলায় তিনি নিজে আহত হন। বর্তমানে তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'

এনএইচ/বিএ-২৮