আলিয়া মাদরাসা ও দক্ষিণ সুরমায় পশুর হাট বসছে না

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৬, ২০২০
০৩:৫২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২০
০৪:৪০ অপরাহ্ন



আলিয়া মাদরাসা ও দক্ষিণ সুরমায় পশুর হাট বসছে না

ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ ও দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনাল মাঠে অস্থায়ী পশুর হাট হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

তিনি সিলেট মিররকে বলেন, 'নগরে তিনটি অস্থায়ী পশুর হাটের সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থী, এলাকাবাসী দাবির প্রেক্ষিতে আলিয়া মাদ্রাসা মাঠকে পশুর হাট করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিসিক। এছাড়া দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনাল মাঠে পশুর হাট বসানোর কথা থাকলেও তাও স্থগিত করা হয়েছে। এখন শুধুমাত্র এমসি কলেজ মাঠেই পশুর হাট বসবে।'

এর আগে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠ, এমসি কলেজ মাঠ ও দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালের উন্মুক্ত মাঠে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরিসর বড় হলে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও নিয়মমাফিক পালন করা যাবে। এমন বিবেচনায় সিটি কর্পোরেশন ৩টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়।

এনএইচ/বিএ-০৮