ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ১৬, ২০২০
০৭:০৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২০
০৭:০৬ অপরাহ্ন
ওসমানীনগরে নতুন করে আরও ২জন করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এই দুজনের করো পজেটিভ আসে। আক্রান্তরা উপজেলার তাজপুর (৩৮) ও দয়ামীর এলাকার (২৪) বাসিন্দা।
উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ২ জন গত ১৪ ও ১৫ জুলাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা প্রদান করেন। বৃহস্পতিবার তাদের করোনা পজেটিভ জানিয়ে রিপোর্ট আসে। শুক্রবার তাদের বাড়ি লকডাউনসহ আনুসঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নতুন আক্রান্ত ২ জন নিয়ে ওসমানীনগরে অর্ধশত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ২৬ জন। বাকিরা হোম আইসোলেশনসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইউডি/বিএ-০৫