বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি


জুলাই ১৭, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন



বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে স্ত্রী সাফিয়া বেগমের মামলায় যৌতুকলোভী স্বামী নেফুর আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। নেফুর আলী উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের মৃত বুজুর আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় তাকে উপজেলার মিয়ার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, বিয়ের পর থেকে স্ত্রী সাফিয়াকে যৌতুকের জন্যে নির্যাতন করে আসছিলেন নেফুর আলী। কথামতো টাকা না দিলে মারধর করে স্ত্রীকে উপোস রাখতেন তিনি। সম্প্রতি একটি কন্যাসন্তানের জন্ম দেন সাফিয়া। এই সন্তান জন্মের ব্যয়ভার হিসেবে আরও ৩০ হাজার টাকা যৌতুক দাবি করেন নেফুর। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রী সাফিয়া ও তার মা-ভাইকে মারধর করেন নেফুর আলী, তার দুইভাই জুনেদ ও লুৎফুর এবং ভাগ্নে ফয়সল।  

গতকাল বৃহস্পতিবার সাফিয়া বেগম বাদী হয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে স্বামীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং ১২)।

স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ সাগর বলেন, আসামিকে আজ (শুক্রবার) আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এমএ/আরআর-১০