গোলাপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৯, ২০২০
১২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৯, ২০২০
১২:৩৩ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের উদ্যোগে ৯টি ওয়ার্ডে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের মসজিদ, মাদরাসা, স্কুল ও মন্দিরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগ নেতা মনজুর সাফি চৌধুরী এলিম।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাহীদ আলী, সাধারণ সম্পাদক নুরুল আলম, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল হানিফ খান, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আনছার আলী, যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

 

এফএম/আরআর-০৭