আফছর আহমদ শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৯, ২০২০
০৮:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৯, ২০২০
০৮:৫৭ পূর্বাহ্ন



আফছর আহমদ শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (র.) উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ।

গত ১৪ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম সাক্ষরিত এক সরকারি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। দুই সদস্যের মধ্যে শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আবুল ফজল তালুকদার ও অভিভাবক সদস্য হয়েছেন মো. ইয়ানুর আলী সরদার। 

এই এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়। উল্লেখ্য, আফছর আহমদ সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি। ইতিমধ্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি সিলেট জেলা ও সদর উপজেলা শিক্ষা অফিসসহ শিক্ষানুরাগীদের ভূয়সী প্রশংসা অর্জন করেছেন।

এদিকে  হযরত শাহজালাল (র.) উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমেদ মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএসসি কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।

বিএ-১৩